মিরসরাই ব্লগে আপনাকে স্বাগতম

Monday, June 25, 2012

গাজায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলা

ইসরায়েলি বিমান হামলায় নিহত একফিলিস্তিনির দাফনের সময় কাঁদছে তাঁর স্বজনেরা(এএফপি.)
ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত দুই দিনে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিন ফিলিস্তিনি নিহত ও ২৬ জনের মতো আহত হয়েছে। হামলার এসব ঘটনা মিসরের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টায় এক বড় হুমকি সৃষ্টি করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্য সূত্রগুলো জানায়, গত শুক্রবার দুপুরের পর থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত গাজার পূর্বাঞ্চলীয় খান ইউনিস এবং মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের শিবির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় গাজা সিটিতে হামাসের সাবেক এক নিরাপত্তা ফাঁড়ি লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়। হামলায় তিনজন নিহত ও অন্তত ২৬ জন আহত হয়েছে। নিহত লোকজনের মধ্যে একটি শিশুও রয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা এএফপিকে জানান, বিমান হামলার জবাবে ফিলিস্তিনিরা দক্ষিণ ইসরায়েলে কমপক্ষে ২৩টি রকেট নিক্ষেপ করে। অধিকাংশ রকেট গাজা সীমান্তবর্তী সেরত শহরে আঘাত হানে। এতে এক ইসরায়েলি আহত হয়।
ফিলিস্তিনের হাসপাতাল সূত্রগুলো জানায়, শুক্রবার দুপুরের পর গাজার মধ্যাঞ্চলীয় আল-বুরেইজ এলাকার পূর্বাংশে বিমান থেকে প্রথম দফায় গোলাবর্ষণ করা হয়। এতে বাসেল আহমেদ (২৯) নামের এক ব্যক্তি নিহত হন। কোনো দলের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা জানা যায়নি। এ ঘটনায় আহত হয় দুজন। তাদের একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছোড়ার আগমুহূর্তে সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়েছে।
দ্বিতীয় দফায় বোমাবর্ষণ করা হয় সন্ধ্যায় গাজার উত্তরে। এতে হাম্মাম আবু কাদুস (২০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে পরে মারা যান। এ ঘটনায় আহত হয় আরও দুজন।
সেনাবাহিনী আরও বলেছে, ইসরায়েলের আশকালন এলাকায় রকেট নিক্ষেপের পর গাজার উত্তরে ওই বিমান হামলা চালানো হয়েছে। শুক্রবার সকালে গাজা থেকে ছোড়া দুটি রকেট ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মিসরের মধ্যস্থতায় ইসরায়েলি কর্তৃপক্ষ ও গাজার শাসকগোষ্ঠীর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চলা অবস্থায় এ সহিংসতার ঘটনা ঘটল। গাজার ভেতর ও বাইরে ইসরায়েলি সেনা এবং হামাস সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বুধবার রাতে ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয়। সোমবার থেকে ওই যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত ইসরায়েলে ১৩০টির বেশি রকেট ও মর্টারের গোলা নিক্ষেপ করে হামাস।
দুই পক্ষের মধ্যকার সর্বশেষ পাল্টাপাল্টি হামলার সূচনা হয় সোমবার সকাল থেকে। এর আগে মিসরের সঙ্গে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে কয়েকজন বন্দুকধারীর অতর্কিত আক্রমণে এক ইসরায়েলি বেসামরিক ব্যক্তি নিহত হয়। তবে সীমান্তের এ ঘটনার সঙ্গে বিমান হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ইসরায়েল। (সংবাদ প্রথম আলো) (এএফপি)
Read  প্রথম আলো Click Here!

No comments:

Post a Comment