মিরসরাই ব্লগে আপনাকে স্বাগতম

Sunday, June 24, 2012

মীরসরাইয়ের মিঠানালায় আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তির লাশ পরিদর্শন করছেন ১০নং ইউ.পি. চেয়ারম্যান আবু তাহের ভূইয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আগুনে পুড়ে মিরসারইয়ে এক বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গতকাল শুক্রবার দিবাগত রাতে বসত ঘরে আগুন লাগার ঘটনায় মো. জামাল উল্লাহ (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
গতকাল রাত তিনটার দিকে মিঠানালা ইউনিয়নের বোর্ড অফিসসংলগ্ন এলাকার সিরাজ উদদৌলার বাড়িতে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
প্রথম আলো ডটকমকে দেওয়া সিরাজ উদ দৌলার স্ত্রী শিরিন আখতারের ভাষ্য, তাঁর স্বামী ঢাকায় চাকরি করেন। গতকাল রাতে তিনি, তাঁর মেয়ে সানজিদা, মা জমিলা খাতুন ও বাবা জামাল উল্লাহ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে ঘরে আগুনের ধোঁয়া ও গন্ধে তাঁদের ঘুম ভেঙে যায়। শিরিন, সানজিদা ও জমিলা দৌড়ে ঘর থেকে বের হতে পারলেও ভেতরে আটকা পড়েন জামাল উল্লাহ। তিনজনের চিত্কারে আশপাশের লোকজন বালতি দিয়ে পানি ঢেলে ঘরের আগুন নেভায়। জামাল উল্লাহ ঘর থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে আটটা থেকে তাঁরা জামাল উল্লাহর লাশ উদ্ধারের চেষ্টা করছে।
শিরিন আখতারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে পাশের একটি জমির মালিক নূরজাহান তাঁদের ঘরে আগুন দিয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে থানায় তিনটি মামলাও করেছিলেন নূরজাহান।
আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের প্রথম আলো ডটকমকে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।
(সংবাদ প্রথম আলো)

Saturday, June 23, 2012

ছরায় ফেলে এক যুবককে হত্যা

মিরসরাইয়ে এক যুবককে মাদক সেবন করিয়ে পিটিয়ে হত্যা করে ছরার পানিতে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় নামক গ্রামে ঘটে। ঘটনায়পুলিশ ৩জনকে আটক করেছে। পুলিশ এখনও লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শনিবার রাত ১টায় উপজেলার দক্ষিন সোনাপাহাড় গ্রামে কিছু যুবকদের মধ্যে স্বার্থ সংস্লিষ্ট দ্বন্ধে ৫ বন্ধু মিলে সাইফুল ইসলাম (২৮) নামে ঐ যুবককে গুচ্ছগ্রাম ছরার পাড়ে নিয়ে মদ খাইয়ে মাতাল করে পিটিয়ে হত্যা করে লাশ  ছরায় ফেলে দিয়ে আসে। মীরসরাই থানার এস আই মাহবুব মিল্কি গোপন ভিত্তিতে খবর পেয়ে ৫হত্যাকারী থেকে তিন হত্যাকারীকে আটক করা হয়। আটককৃতরা হল  নুর মোহাম্মদ মিঠু (২৮), সোলায়মান বাদশা (৩২) ও সেলিম উদ্দিন (২৯)। তাদের জিজ্ঞাসাবাদ করে লাশ খুজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। এই রিপোর্ট পর্যন্ত পুলিশ এখনো লাশ উদ্ধার করতে পারেনি। মিরসরাই থানার এসআই মাহবুব জানান, হত্যার প্রকৃত তথ্য সম্পর্কে শীঘ্রই নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো জানান ছরায় যখন লাশ ফেলা হয়েছিল তখন পানি ছিল না। সকালে বৃষ্টি হবার কারনে লাশটি হয়তো সেই স্থানে নাই, তাই  খুঁজে পেতে কষ্ষ্ট হচ্ছে। তবে আশা করা যাচ্ছে শীঘ্রই লাশ পাওয়া যাবে। প্রকৃত রহস্য বের করতে পুলিশও যথেষ্ট তৎপর বলে জানান ওসি ইফতেখার।