মিরসরাই ব্লগে আপনাকে স্বাগতম

Thursday, August 20, 2015

Clash of Clan

Check out http://clanshelper.com/ - I got free CoC gems here! Get yous too in less than two minutes!! It rocks!!(AJjh8X5yhu)

Wednesday, January 14, 2015

মিরসরাই মহামায়া পর্যটন কেন্দ্র

মিরসরাই মহামায়া পর্যটন কেন্দ্র .
এম আবদুল্লাহ ভূঁইয়া 
abdullahnezami123@gmail.com


চট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজার থেকে দেড় কিলোমিটর পূর্বে পাহাড়ের পাদদেশে মহামায়া পর্যটন কেন্দ্রের অবস্থান। দু’পাশে থাকা বনাঞ্চলের দিকে তাকালে হয়তো সহজেই দেখা যাবে অনেক জীব বৈচিত্র ।দেখা যাবে শেষ বিকেলের সূর্যের আলো যখন লেকে পড়ে তখন দূর থেকে মনে হয় পুরো প্রকল্পটির অপরুপ দৃশ্য। এ প্রকল্পটি হতে যাচ্ছে চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র। মনোমুগ্ধ প্রাকৃতিক সৌন্দ্রর্যের চাদরে ঢাকা প্রকল্পটিতে ঝর্ণার পানি আছড়ে পড়ছে। মহামায়া প্রকল্পে গেলে দেখতে পাবেন দেশী বিদেশী হাজারো পাখ-পাখালীর কিছির মিছির কলতান তা ছাড়া চমৎকার বিশাল বাঁধ তো রয়েছে। রয়েছে ১১ বর্গকিলোমিটারের বিশাল লেক। এ লেক থেকে ভিতরে বয়ে গেছে ১২ টি শাখা প্রশাখা। যেগুলো দিয়ে স্পিট বোর্ডের মাধ্যমে অনায়াসে ঘুরা যাবে প্রায় ১৫ কিলোমিটার। আছে মনোমুগ্ধকর পাহাড়ী ঝর্ণাধারা। কাপ্তাই লেকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম লেক হিসেবে গড়ে উঠছে মিরসরাইয়ের মহামায়া প্রকল্প। তাই একটু সময় পেলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পে।



যেভাবে যেতে হবেঃ
রাজধানী ঢাকার সায়েদাবাদ থেকে যে কোন বাসে উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে নামতে হবে। নেমে সেখান থেকে সিএনজি যোগে প্রকল্প এলাকায় যেতে সময় লাগবে বড়জোর ২০ মিনিট। ভাড়া নিবে মাএ ৪০-৫০ টাকা। চট্টগ্রাম শহরের কদমতলী, অলংকার ও একে খান গেইট থেকে যেকোন বাস যোগে মিরসরাইয়ে ঠাকুরদিঘী বাজারে নেমে সিএনজি যোগে প্রকল্প এলাকায় যাওয়া যাবে। সেখানে গাড়ি পারর্কিংয়ের জন্য রয়েছে বিশাল জায়গা। তা ছাড়া প্রকল্প উদ্বোধনের আগে প্রকল্প এলাকা ঘুরে দেখতে লাগবেনা কোন টিকেট লাগবেনা গাড়ি পার্কিংয়ের কোন ভাড়া।




কোথায় থাকবেনঃ
প্রকল্পের আশে পাশে এখনো কোন হোটেল মোটেল গড়ে না উঠলেও প্রকল্প এলাকা ধেকে মাত্র সাত কিলোমিটার দুরে বারইয়ারহাটে রয়েছে বেশকিছু আবাসিক হোটেল। এ ছাড়া চট্টগ্রাম শহর থেকে যেহেতু প্রকল্প এলাকায আসতে সময় লাগবে মাত্র ১ থেকে দেড় ঘন্টা। তাই চট্টগ্রামের যে কোন হোটেলে অবস্থান করে প্রকল্প এলাকা দেখ যাবে।