মিরসরাই ব্লগ
মিরসরাইয়ের কণ্ঠস্বর
Thursday, August 20, 2015
Wednesday, January 14, 2015
মিরসরাই মহামায়া পর্যটন কেন্দ্র
মিরসরাই মহামায়া পর্যটন কেন্দ্র .
এম আবদুল্লাহ ভূঁইয়া
abdullahnezami123@gmail.com
চট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজার থেকে দেড় কিলোমিটর পূর্বে পাহাড়ের পাদদেশে মহামায়া পর্যটন কেন্দ্রের অবস্থান। দু’পাশে থাকা বনাঞ্চলের দিকে তাকালে হয়তো সহজেই দেখা যাবে অনেক জীব বৈচিত্র ।দেখা যাবে শেষ বিকেলের সূর্যের আলো যখন লেকে পড়ে তখন দূর থেকে মনে হয় পুরো প্রকল্পটির অপরুপ দৃশ্য। এ প্রকল্পটি হতে যাচ্ছে চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র। মনোমুগ্ধ প্রাকৃতিক সৌন্দ্রর্যের চাদরে ঢাকা প্রকল্পটিতে ঝর্ণার পানি আছড়ে পড়ছে। মহামায়া প্রকল্পে গেলে দেখতে পাবেন দেশী বিদেশী হাজারো পাখ-পাখালীর কিছির মিছির কলতান তা ছাড়া চমৎকার বিশাল বাঁধ তো রয়েছে। রয়েছে ১১ বর্গকিলোমিটারের বিশাল লেক। এ লেক থেকে ভিতরে বয়ে গেছে ১২ টি শাখা প্রশাখা। যেগুলো দিয়ে স্পিট বোর্ডের মাধ্যমে অনায়াসে ঘুরা যাবে প্রায় ১৫ কিলোমিটার। আছে মনোমুগ্ধকর পাহাড়ী ঝর্ণাধারা। কাপ্তাই লেকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম লেক হিসেবে গড়ে উঠছে মিরসরাইয়ের মহামায়া প্রকল্প। তাই একটু সময় পেলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পে।
যেভাবে যেতে হবেঃ
রাজধানী ঢাকার সায়েদাবাদ থেকে যে কোন বাসে উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে নামতে হবে। নেমে সেখান থেকে সিএনজি যোগে প্রকল্প এলাকায় যেতে সময় লাগবে বড়জোর ২০ মিনিট। ভাড়া নিবে মাএ ৪০-৫০ টাকা। চট্টগ্রাম শহরের কদমতলী, অলংকার ও একে খান গেইট থেকে যেকোন বাস যোগে মিরসরাইয়ে ঠাকুরদিঘী বাজারে নেমে সিএনজি যোগে প্রকল্প এলাকায় যাওয়া যাবে। সেখানে গাড়ি পারর্কিংয়ের জন্য রয়েছে বিশাল জায়গা। তা ছাড়া প্রকল্প উদ্বোধনের আগে প্রকল্প এলাকা ঘুরে দেখতে লাগবেনা কোন টিকেট লাগবেনা গাড়ি পার্কিংয়ের কোন ভাড়া।
কোথায় থাকবেনঃ
প্রকল্পের আশে পাশে এখনো কোন হোটেল মোটেল গড়ে না উঠলেও প্রকল্প এলাকা ধেকে মাত্র সাত কিলোমিটার দুরে বারইয়ারহাটে রয়েছে বেশকিছু আবাসিক হোটেল। এ ছাড়া চট্টগ্রাম শহর থেকে যেহেতু প্রকল্প এলাকায আসতে সময় লাগবে মাত্র ১ থেকে দেড় ঘন্টা। তাই চট্টগ্রামের যে কোন হোটেলে অবস্থান করে প্রকল্প এলাকা দেখ যাবে।
Monday, March 4, 2013
Want to know
The post is written by Shaheed Hossain
I am happy today that at last I found the Mirsarai Blog.
Is there anybody to help me on the following issues?
1. Why the name Mirsarai
2. Reason of Naming of U.P's of Mirsarai
3. Actual spelling of Mirsarai in Bangla & English
4. Naming cause of Village's, Mouza's
5. Reknowned personalities of Mirsarai
Please attach photograph (if any)
Plesae don't forget to specify your clear identification.
I am interested to know about my home thana elaborately.Will you co-operate me and a part of historical event?
Is there anybody to help me on the following issues?
1. Why the name Mirsarai
2. Reason of Naming of U.P's of Mirsarai
3. Actual spelling of Mirsarai in Bangla & English
4. Naming cause of Village's, Mouza's
5. Reknowned personalities of Mirsarai
Please attach photograph (if any)
Plesae don't forget to specify your clear identification.
I am interested to know about my home thana elaborately.Will you co-operate me and a part of historical event?
If you have any information about it please write it in
comment box or mail us : mirsaraiblog@gmail.com
Sunday, August 5, 2012
Friday, June 29, 2012
মিরসরাইয়ে পানির নিচে ১৮ হাজার হেক্টর আউশ ধান
মুহাম্মদ জয়নাল আবেদীন, মিরসরাই
কয়েকদিনের টানা বর্ষণে মিরসরাইয়ে তলিয়ে গেছে ১৮ হাজার হেক্টর জমির আউশ
ধান। বিভিন্ন স্থানে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় অঞ্চলের
গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে
লাখো মানুষ পানিবন্দি হলেও আজ থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আইয়ুব আলী কালের কণ্ঠকে বলেন, ১৮ হাজার হেক্টর আউশ ধান পানিতে তলিয়ে গেছে। তবে এখন পানি সরতে শুরু করেছে। সবচেয়ে বেশী উৎপাদিত বিভিন্ন ধরনের শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে উদ্ভুত পরিস্থিতিতে মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙনের আশঙ্কায় রয়েছে নদী তীরবর্তী মানুষ। পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় দুই হাজার পরিবারের মানুষও ভোগান্তি এবং ঝুঁকির মধ্যে সময় কাটাচ্ছে। ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে পাহাড় ধসের আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে করেরহাট, খৈয়াছরা, ওয়াহেদপুর, জোরারগঞ্জ, মিরসরাই সদর ইউনিয়নের পাহাড়ি-বাঙালীসহ প্রায় ৩০ হাজার মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা আইয়ুব আলী কালের কণ্ঠকে বলেন, ১৮ হাজার হেক্টর আউশ ধান পানিতে তলিয়ে গেছে। তবে এখন পানি সরতে শুরু করেছে। সবচেয়ে বেশী উৎপাদিত বিভিন্ন ধরনের শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে উদ্ভুত পরিস্থিতিতে মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙনের আশঙ্কায় রয়েছে নদী তীরবর্তী মানুষ। পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় দুই হাজার পরিবারের মানুষও ভোগান্তি এবং ঝুঁকির মধ্যে সময় কাটাচ্ছে। ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে পাহাড় ধসের আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে করেরহাট, খৈয়াছরা, ওয়াহেদপুর, জোরারগঞ্জ, মিরসরাই সদর ইউনিয়নের পাহাড়ি-বাঙালীসহ প্রায় ৩০ হাজার মানুষ।
Thursday, June 28, 2012
বিশ্বাস করুন আর নাই করুন কিন্তু সত্য
মিসরীয় মমি |
পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা বিশ্বাস
করা সত্যিই কঠিন। অবিশ্বাস্য বা কাকতালীয় মনে হলেও সেগুলো সত্য। তেমনই বেশ কিছু ঘটনা আছে সমাধি সৌধ মমিকে কেন্দ্র করে।
মিসরীয় রাজা-রানীরা বিশ্বাস করত মৃত্যুর পর তাদের আত্মা পুনর্জীবিত হয়ে পুনরায়
দেহে ফিরে আসে। তাই তাদের মৃত্যুর পর মৃতদেহ মমি করে কফিনে রেখে দেওয়া
হতো। এই বিশ্বাসের কারণেই মিশরে গড়ে উঠেছিল আশ্চর্যজনক সব পিরামিড। মমি
আজো মানুষের
কাছে এক বিস্ময়কর বিষয়। মমি-কে নিয়ে আজো মানুষের মনে রয়েছে হাজারো
বিস্ময়। এ মমিকে নিয়ে বেশ কিছু অবিশ্বাস্য সত্য ঘটনাও রয়েছে। তার মধ্যে একটি ঘটনা হল-
খ্রিস্টপূর্ব একাদশ শতকে মিসরে আমেনরা নামে এক রাজ কুমারী মারা যান। তাকে যথা নিয়মে মমি করে সমাধিস্থ করা হয়। অনেক বছর পর ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তার মমিটি কেনার জন্য চারজন ইংরেজ মিসরে আসেন এবং তারা রাজকুমারী আমেনরার মমিটি ক্রয় করেন। কিন্তু এর জন্য তাদের নিদারুণ দুর্ভাগ্য বরণ করতে হয়। মমিটি কিনে নিয়ে যাওয়ার সময় চারজনেরমধ্যে একজন মরুভূমিতে ঝড়ের কবলেপড়ে মারা যান।
খ্রিস্টপূর্ব একাদশ শতকে মিসরে আমেনরা নামে এক রাজ কুমারী মারা যান। তাকে যথা নিয়মে মমি করে সমাধিস্থ করা হয়। অনেক বছর পর ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তার মমিটি কেনার জন্য চারজন ইংরেজ মিসরে আসেন এবং তারা রাজকুমারী আমেনরার মমিটি ক্রয় করেন। কিন্তু এর জন্য তাদের নিদারুণ দুর্ভাগ্য বরণ করতে হয়। মমিটি কিনে নিয়ে যাওয়ার সময় চারজনেরমধ্যে একজন মরুভূমিতে ঝড়ের কবলেপড়ে মারা যান।
About Mirsarai
Mirsharai
Upazila under Chittagong District is
a well known upazila in Bangladesh.
Its area is 482.88 square kilometers which is surrounded by Tripura State
of India,
Chagalnaiya and Feni sadar upazilas on the north, Sitakunda and Sandwip
upazilas on the south, Fatikchhari upazila on the east, Sonagazi and Companiganj
(Noakhali) upazilas on the west. Main river is Feni; Sandwip Channel is
notable; canal 30, most noted of which are Isakhali, Mahamaya, Domkhali,
Hinguli, Koila Govania and Mayani Khal. The hills range on the northern and
eastern side of this upazila along the bank of the Feni
River extended up to Chittagong
and the Chittagong
hill tracts.
Administration: Mirsharai thana
was turned into an upazila in 1983. The upazila consists of 16 union parishads,
100 mouzas and 207 villages.
Mirsharai town consists of two mouzas. It has an area of 10.12 square
kilometers. The town has a population of 10856; male 51.49% and female 48.51%;
population density per square kilometers 1073. Literacy rate among the town
people is 32%. The town has two dakbungalows.
Mirsarai in Google map |
Wednesday, June 27, 2012
মিরসারই স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থা
মস্তাননগর হাসপাতালের চিত্র |
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর হাসপাতাল নামে পরিচিত) এই করুণ অবস্থা । মূল ভবনের দোতলায় এই চিত্র লক্ষ্যণীয়। বড় বড় দালান থাকলেও কেবিন গুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। আবর্জনা আর দূর্গন্ধে সাধারন মানুষও রোগী হওয়ার উপক্রম। মিরসরাইয়ে ভাল কোনো হাসপাতাল না থাকায় মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানোর মতো সামর্থ্য অনেকের নেই। প্রশাসন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এবার ধরা পড়ল মাদক সম্রাজ্ঞী রিজিয়া
মাদক সম্রাজ্ঞী রিজিয়া |
মাদকের মহারানী পারভীন এর ঘটনার জের না কাটতেই মিরসরাইয়ে এবার ধরা পড়ল আরেক মাদক সম্রাজ্ঞী রিজিয়া। মিরসরাই থানা পুলিশ চোলাই মদ সহ রিজিয়াকে মঙ্গলবার রাতে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের একটি বাড়ি থেকে আটক করে।
গোপন সংবাদের
ভিত্তিতে থানার এ এস আই মোঃ শাহজালাল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর
গ্রামের একটি বাড়িতে অভিযান চালান। পুলিশি অভিযানে ১০৪ লিটার চোলাই মদ সহ মাদক
সম্রাজ্ঞী রিজিয়া( ৪৫) আটক হন।পুলিশ জানিয়েছে, আটককৃত রিজিয়া দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদক সরবরাহ ও বিক্রি করে আসছে। সে প্রতিদিন তার বাড়িতে মদ-জুয়ার আসর বসাত বলে জানা যায়।
এ ঘটনায় মিরসরাই থানার এ এস আই মোঃ শাহজালাল বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় মিরসরাই থানার এ এস আই মোঃ শাহজালাল বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন।
Tuesday, June 26, 2012
Subscribe to:
Posts (Atom)